Dangerous Landing at Trivuban Airport, Kathmandu. ত্রিভুবন বিমানবন্দরে ভয়ঙ্কর অবতরণ।



0
4063

Dangerous Landing at Trivuban Airport, Kathmandu, Nepal. ভয়ঙ্কর মৃত্যুফাঁদ নেপালের ত্রিভুবন বিমানবন্দর। বিশ্বের অন্যতম বিপজ্জনক বিমানবন্দর নেপালের ত্রিভুবন এয়ারপোর্ট। একটু পান থেকে চুন খসলেই মৃত্যু। গত ১২ মার্চ বাংলাদেশ থেকে যাত্রা করা ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়ে ৫০ জনের মতো আরোহীর মৃত্যু হয়। কাঠমান্ডু এই এয়ারপোর্টে ইউ-এস বাংলার ফ্লাইটসহ মোট ৭০টি এয়ারক্রাফট এক্সিডেন্টের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই রুটে নিয়মিত চলাচল করা পাইলটরা জানিয়েছেন দুর্ঘটনার কারণ। তাঁরা জানিয়েছেন, ত্রিভুবনে উড়োজাহাজ ওঠা-নামা করানোর জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। এখানে হিসাবে একটু ভুল হলেই বিপদ। অনেক অত্যাধুনিক উড়োজাহাজও এখানে দুর্ঘটনায় পড়ছে। ত্রিভুবনে অবতরণের সময় প্রধান বাধা একটি বিশাল পাহাড়, এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৭০০ ফুট উঁচুতে অবস্থিত। ত্রিভুবন বিমানবন্দরের নয় মাইল দূরে রয়েছে এই পাহাড়। এ জন্য এই রানওয়েতে কোনো উড়োজাহাজই সোজা অবতরণ করতে পারে না। ওই পাহাড় পেরোনোর পরপরই দ্রুত উড়োজাহাজ অবতরণ করাতে হয়।

Published by: Sish Nag Published at: 6 years ago Category: اخبار و سیاست