আপনি কি জানেন হিন্দু পুরাণমতে পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি কে? Hindu Mythology Stories in Bengali



0
11588

আপনি কি জানেন হিন্দু পুরাণমতে পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি কে? Hindu Mythology Stories in Bengali | Sanatan Pandit Pathshala | Hindu Shastra in Bengali | আধ্যাত্মিকতা লাভের পথে মানুষের বড় বাধা কুস্বাস্থ্য বা দুর্বলতা | সম্যক উপলব্ধি করেছিলেন ঋষি ভরদ্বাজ | তাই তিনি স্বয়ং দেবরাজ ইন্দ্রের কাছ থেকে আহরণ করেছিলেন চিকিৎসাশাস্ত্র | সংস্কৃতে তাঁর নামের ব্যুৎপত্তিগত অর্থ হল‚ যিনি পুষ্টি বহন করে নিয়ে আসেন | চরক সংহিতায় এই উল্লেখ রয়েছে | ভরদ্বাজ ছিলেন বৃহস্পতির পুত্র | তাই বহু স্থানে তিনি উল্লেখিত হয়েছেন ভরদ্বাজ বৃহস্পত্য রূপে | অনেক সূত্রে তাঁকে বলা হয়েছে সপ্তর্ষির মধ্যে একজন হিসেবে। সনাতন পন্ডিতের পাঠশালা এর হিন্দুশাস্ত্র (Hindu Shastra) বিষয়ক এই ভিডিওতে আমরা জানবো, হিন্দু পুরাণমতে পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি সম্পর্কে। ঋষি কথা থেকে আমরা জানতে পারি ঋষি ভরদ্বাজ এর বংশধরেরাই ভরদ্বাজ গোত্র (bhardwaj gotra) এর ধারক ও বাহক। ভরদ্বাজ মুনি এর পুত্র হলেন গুরু দ্রোণাচার্য। দ্রোণাচার্য এর জন্ম মহাভারতের একটি উল্লেখযোগ্য ঘটনা। মহর্ষি ভরদ্বাজ নিজে দ্রোণাচার্যের জন্ম প্রক্রিয়া সম্পন্ন করেন। ভরদ্বাজ ঋষি দ্রোণ এর পিতা। দ্রোণাচার্য মৃত্যু কুরুক্ষেত্রের যুদ্ধের উল্লেখযোগ্য ঘটনা। Sanatan Pandit Pathshala today's video we will know about one of the most interesting Hindu Mythology Stories dronacharya birth. dronacharya was the son of rishi bhardwaj (bhardwaj rishi). bhardwaj muni is the main of bhardwaj classes. #Hindushastra #Sanatanpandit #Hindumythology

Published by: Sanatan Pandit Published at: 5 years ago Category: آموزشی